বিজ্ঞাপন
মৌসুম আসলেই (মৌসুমি সবজি) শাপলার চাহিদা বেড়ে যায় মানুষের মাঝে। যার কান্ড বা ডগা সবজি হিসেবে খাওয়া যায়। এটি পুষ্টিকর সবজি এবং বেশ সুস্বাদু। আর এই সুস্বাদু সবজির ছবি মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজার থেকে শুক্রবার তুলেছে সামিল হোসেন।
|
গ্রামাঞ্চলের বিল-ঝিল থেকে এই সবজি নিয়ে এসেছেন একজন বিক্রেতা। প্রতি আঁটি (৪/৫টা দিয়ে বাঁধা) শাপলা ২০/৩০ টাকা করে বিক্রি করছেন। ছবি : সামিল হোসেন |
|
শাপলার সাথে রয়েছে লতি, লেবু ও কচু। আর এই সবজিগুলো সিলেটে খুবই জনপ্রিয়। ছবি : সামিল হোসেন |
|
গাছ থেকে মাত্র নিয়ে আসা তাজা লেবু। ছবি : সামিল হোসেন |
| আপনার তুলা ছবি পাঠিয়ে দিতে পারেন আমাদের অফিসিয়াল ই-মেইলে : gvoicenews@gmail.com |