Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-30T17:02:51Z
ছবিঘর

জায়গীরদার জামে মসজিদ

বিজ্ঞাপন
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গিরদার গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই জায়গিরদার মসজিদটি ১৬৬২ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লীর সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেব-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মোঘল নির্মাণ শৈলীর অনুকরণে দিল্লীর প্রকৌশলী দিয়ে ছোট ছোট বেলে পাথরের অনন্য নির্মাণ শৈলীর মাধ্যমে তৈরি হয় এই মসজিদ। আর এই ঐতিহ্যবাহী মসজিদটির ছবি শনিবার তুলেছেন সামিল হোসেন। 

১৬৬২ সালে প্রতিষ্ঠিত, এটি দেশের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে।

কথিত আছে, দিল্লীর সম্রাট আওরঙ্গজেব শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একজন গুরুর সন্ধান করলে রাজসভার কোন সদস্য তাকে তৎকালীণ কোরআনের হাফেজ মাওলানা ইউনুসের সন্ধান দেন। বর্তমান সিলেটের বিয়ানীবাজার বা তৎকালীন শ্রীহট্টে বসবাসকারী মাওলানা ইউনুস দিল্লি গিয়ে আওরঙ্গজেবকে কোরআন শিক্ষা দেন। তখন আওরঙ্গজেব হাফেজ মাওলানা ইউনুসকে গুরুদক্ষিণা হিসেবে এই মসজিদটি নির্মাণ করে দেন।

নব্বই দশকে মসজিদটির কাঠামো ও নির্মাণশৈলী ঠিক রেখে কিছুটা সংস্কারের কাজ করা হয়।

পরে মাওলানা ইউনুস দিল্লীতে আওরঙ্গজেবের রাজসভায় ইসলামি আইন উপদেষ্টা পরিষদের সদস্য হন। পরবর্তীতে হাফিজ মুহাম্মদ ইউনুস (রহ:)-কে ঢাকা উত্তর পরগনার জায়গিরদার নিযুক্ত করেন। সেই থেকে এখনো জায়গিরদার মসজিদটি মোঘল সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপত্য এবং নির্মাণশৈলীর নির্দশন হিসেবে টিকে আছে। 


| আপনার তুলা ছবি পাঠিয়ে দিন আমাদের ই-মেইলএ। ঠিকানা : gvoicenews@gmail.com | 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ