বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু করতে এক কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। হাসনাত বলেন, ৩৫০ কোটি টাকার জায়গায় মাত্র এক কোটি ২৫ লাখ টাকায় পুনরায় চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। অন্যান্য স্টেশন থেকে আনা নির্মাণ সামগ্রী পুনঃস্থাপনে সর্বোচ্চ ব্যয় হবে ১৭ কোটি টাকা।
প্রসঙ্গত, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বলা হয়েছিল— মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশন ঠিক করতে খরচ হবে ৩৫০ কোটি টাকা। সময় লাগবে কমপক্ষে এক বছর। অথবা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে মাত্র সোয়া এক কোটি টাকা খরচে দুই মাসের মাথায় এই স্টেশন চালু করা হলো।