Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-10-15T12:28:44Z
গোলাপগঞ্জলিড নিউজ

এইচএসসির ফলাফলে চমক দেখালো গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমি

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দৌড়ে চমক দেখালো সরকারি এমসি একাডেমি।

মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর সরকারি এমসি একাডেমি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৪৫ জন শিক্ষার্থী। পাস করছে ৫২৬ জন। জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ১১৪ জন। পাসের হার ৯৬.৫১ শতাংশ।

এদিকে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ২হাজার ৬৫৭ জন। পাসের হার ৮৩.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। সর্বোচ্চ ১১৪টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি।

এছাড়াও আলীম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ১৬৭ জন। পাসের হার ৯৯.৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ২জনই ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী।

গত বছর এ উপজেলায় এইচএসসিতে পাসের হার ছিলো ৭৮.৪৩ শতাংশ। জিপিএ-৫ পায় ৬০ জন শিক্ষার্থী। সে বছরও সবচেয়ে বেশি ৪৯টি জিপিএ-৫ লাভ করে সরকারি এমসি একাডেমি। উপজেলায় আলীম পরীক্ষায় পাসের হার ছিলো ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ