Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-10-14T09:44:40Z
খেলাধুলা

কেনাকাটার পর যেমন হলো বিপিএলের সাত দলের স্কোয়াড

বিজ্ঞাপন
বিপিএল এর অফিসিয়াল লোগো। (সংগৃহীত)

ডেস্ক রিপোর্ট : দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। তার আগে আজ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা ১১টা থেকে শুরু হয় এই ড্রাফটের কার্যক্রম।

ড্রাফটের শুরুতেই আজ ক্রিকেটার কেনার সুযোগ পায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। শুরুতেই তাসকিন আহমেদকে নেয় দলটি। এরপর আরেক নতুন দল ঢাকা ক্যাপিটালস দলে নেয় লিটন দাসকে। 

এরপর ড্রাফট থেকে সবথেকে বেশি ১৩ জন ক্রিকেটার কিনেছে বরিশাল। ১০ জন দেশী ক্রিকেটারের সঙ্গে দলে ৩ জন বিদেশী নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর সবথেকে বেশি ক্রিকেটার দলে নিয়েছে চট্টগ্রাম ও রাজশাহী, ফ্র্যাঞ্চাইজি দুইটি নিয়েছে ১২ জন করে ক্রিকেটার। এছাড়া সিলেট স্ট্রাইকার্স ১১ জন এবং ঢাকা, রংপুর ও খুলনা ১০ জন করে ক্রিকেটার দলে নিয়েছে। 

বিপিএলের গত আসরে খেলেননি সাব্বির রহমান ও ইবাদত হোসেন। তবে এবার ড্রাফট থেকেই দল পেয়েছেন এই দুই ক্রিকেটার। ইবাদতকে দলে নিয়েছে বরিশাল, আর সাব্বিরকে নিয়েছে ঢাকা। তবে এবারও ড্রাফট থেকে দল পাননি টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। গতবার ড্রাফটে অবিক্রীত ছিলেন তিনি, পরে রঙ্গউর তাকে দলে নিলেও খেলেছেন কেবল ১ ম্যাচ। মুমিনুলের মত এবারের ড্রাফটে দল পাননি আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেনও। 

ড্রাফটের কেনাকাটা শেষে যেমন হলো বিপিএলের দলগুলোর স্কোয়াড -

• ফরচুন বরিশাল

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

• রংপুর রাইডার্স

দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

• সিলেট স্টাইকার্স

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

• দুর্বার রাজশাহী

দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন

• ঢাকা ক্যাপিটাল

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা

• চট্টগ্রাম কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

• খুলনা টাইগার্স

দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি




বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ