বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : র্যাবের হাতে গ্রেপ্তার হলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিলাদুর রহমান রিপন (৩৯)।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধা ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার থেকে র্যাব-৯ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিলাদুর রহমান রিপন উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলকে পণ্ড করতে রিপনসহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালায় তারা। এসময় আবু তাহের নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় আবু তাহেরের মা হাজিরা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে (মামলা নং-সি আর ৩১২/২০২৪ইং) একটি মামলাটি দায়ের করেন। এই মামলায় এজহারভুক্ত ৩ নং আসামী রিপন। এছাড়াও আরো কয়েকটি মামলার আসামী সে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব আসামীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।