Advertisement (Custom)

প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-10-27T05:18:45Z
সিলেটসুনামগঞ্জ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে পৌণে এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চকলেট, কম্বল ও রসুনসহ বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ১২৪ পিস ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১ হাজার ৯৬০ কেজি বাংলাদেশি রসুন, ১টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ