Advertisement (Custom)

প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2025-03-28T10:18:27Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আব্দুল খালিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার বাড়ি উপজেলার করগ্রাম এলাকায়। 

গত-৫ আগস্টের পটপরিবর্তনের পর  কতিপয় দুর্বৃত্তরা তাদের বাড়িতে কয়েক দফায় হামলা করেছে। এদিকে, এসব বিষয়ে খুবই চিন্তিত ছিলেন নিখোঁজ আব্দুল খালিক। তিনি গত (১১ অক্টোবর) দিনে গোলাপগঞ্জ বাজারে আসছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন এরপর থেকে আর তার কোনো খুঁজ মিলছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

খুঁজ নিয়ে জানা যায়, করগ্রামের আব্দুল খালিক একজন সহজসরল প্রকৃতির নিরীহ মানুষ। তার দুই ছেলে মো: নাজমুল হোসাইন ও মো: এনামুল হোসেন বাবর যুক্তরাজ্যে বসবাস করছেন। এদের মধ্যে ছোট মো: এনামুল হোসেন বাবর সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকা প্রতিবেদক হিসেবে কাজ করতেন এবং বড় ভাই মো: নাজমুল হোসাইন দেশে থাকা অবস্থায় স্থানীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনিও রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। 

ইতিমধ্যে, তার সন্ধানের জন্য মাইকিং, পোস্টারিং ও বিজ্ঞাপন করেছে তার পরিবার। নিখোঁজ আব্দুল খালিকের স্ত্রী গণমাধ্যমে বলেন, এটি তার পরিবারের উপর ষড়যন্ত্র হতে পারে। তিনি বলেন, প্রবাসী ছেলেদের সাথে পূর্ব শত্রুতার জেরে যারা আমার বাড়ি বার বার হামলা করেছে। আমার মনে হচ্ছে তারা এই গুমের সাথে জড়িত।

এদিকে, তার প্রবাসী ছেলে মো: নাজমুল হোসাইন ও মো: এনামুল হোসেন বাবর পিতার নিখোঁজ হওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙে পরেছেন তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ