বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে এই ঘটনা ঘটে।
সরেজমিনে আ'লীগ নেতা আবু বক্করের বাড়িতে গেলে বাবা আব্দুস সোবহান ও মা রাজিয়া বেগম প্রতিবেদককে জানান, সন্ধ্যার সময় হঠাৎ দলবদ্ধভাবে ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে বাড়িতে এসে হামলা চালায় ও ভাংচুর করে এবং নানাভাবে হেনেস্তা অশালীন গালিগালাজ করে এবং অসুস্থ বাবা-মাকে বলা হয় তাদের ছেলে (আবু বক্কর) দেশের যেখানেই থাকে না কেনও তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। পরে বাড়িতে থাকা সোনা-টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায় তারা।
আবু বক্করের ছোটভাই তাহের জানান, আমার ভাই আওয়ামীলীগ করার কারনে রাজনৈতিক প্রতিহিংসার কারনে জামাত-বিএনপির নেতা কর্মীরা আমাদের নিজ বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ও অসুস্থ মা-বাবাকে তারা হেনেস্তা করে, আমার বাবা একজন প্যারালাইস্ট রোগী, এই অবস্থা দেখে ও তাদের দয়া মায়া হয়নি।
প্রত্যাক্ষদর্শী মারওয়ান জানান ১৫/২০ জনের একদল সশস্ত্র ক্যাডার সন্ত্রাসী বাহিনী হটাৎ এলোপাতাড়ি আক্রমন চালায়,কিন্তু আমরা দুরে দাড়িয়ে দেখেছি ভয়ে বাধা দিতে পারিনি।
এমনকি এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। এই অবস্থায় আমি এবং আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্যা বিষয়টি আমলে না নিয়ে নানা টালবাহানা করতে থাকেন, এবং সেখান থেকে নিরুপায় ফিরে আসতে হয়।