Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-10-11T17:28:04Z
সিলেট

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় আপেল আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় অর্ধকোটি টাকার বেশি ভারতীয় আপেলের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সীমান্তে প্রথমবারের মতো আপেলের চালান আটক হলো।

শুক্রবার দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এই আপেলের চালান জব্দ করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের কিনরপাড়া এলাকায় বিজিবির টহল দল ট্রাকে বোঝাই করা ৫ হাজার ৭০০ কেজি আপেলের চালান জব্দ করে। এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৬৩ লাখ টাকা। আটক মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে বলে জানান তিনি।

সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা চিনির চালান প্রতিদিনই জব্দ হচ্ছে। সীমান্ত এলাকায় আপেলের চালান এই প্রথম ধরা পড়ল।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ