বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজারের নিভৃত পল্লীর একটি জলাশয় থেকে এক ডাকপিয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডাকপিয়নের নাম মতিউর রহমান (৬০)। তিনি ইউনিয়নের পূর্ব দেবারাই এলাকার মৃত মিছির আলীর পুত্র। তিনি স্থানীয় পোস্ট অফিসে দায়িত্ব পালন করতেন এবং বিবিরাই গ্রামের আতিক উদ্দিনের বাড়িতে একা বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে তিনি বিবিরাই গ্রামের একটি খালি বাড়ির পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরিবার থেকে থেকে আলাদা থাকা মতিউর রহমান মাছ ধরার কোন এক সময় পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় ইউপি সদস্য মো. আনা নিয়া জানান, মতিউর রহমানের মৃগী রোগ ছিল। শনিবার সকালে স্থানীয় এক শিশু ওই পুকুর পাড়ে কুচুর লতি তুলতে গিয়ে দেখে পুকুরের পানিতে এক ব্যক্তির মরদেহ ভেসে রয়েছে। সে স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি জানালে লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ দুপুরে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, নিহত মতিউর রহমানের স্ত্রী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।