বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ) এর কেন্দ্রীয় কমিটিতে মোঃ আব্দুর রউফ সুজনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
গত (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সভা ও কাউন্সিল সম্মেলনে দুই বছরের জন্য তাকে উপদেষ্টা মনোনীত করা হয়।
তিনি দীর্ঘদিন হতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। গত মেয়াদের কেন্দ্রীয় কমিটি গঠনে তিনি নির্বাচন পরিচালনায় দ্বায়িত্বশীলের ভুমিকা পালন করেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা।