বিজ্ঞাপন
সরি শুনতে চাই না
অলিউর রহমান তামিম
কথায় কথায় সরি বলো না,
শব্দটা যেন হারায় তার মানে,
প্রতিবারে ক্ষমা চেয়ে চেয়ে,
বেঁধো না মনটাকে খাঁচার বাঁধনে।
ভুল করো, শিখে নাও নতুন কিছু,
কিন্তু থেমে যেও না কাতরতায়।
দৃঢ়তার হাত ধরেই চলতে দাও,
নতুন দিনের আলোকছটায়।
যেখানে সরি, সেখানে বাধা,
ভেবোনা সেখানেই শেষের পালা।
শক্তি সঞ্চয় করো নিজের মাঝে,
ভুল থেকেই তো আসবে ঝলমলে আলো।
তাই আর সরি শুনতে চাই না,
চাইনা সব কথায় মৃদু অনুশোচনা।
তোমার ভুল, তোমার সাহস,
সবকিছুতেই লুকিয়ে আছে উত্তরণ সম্ভাবনা।
ক্ষমা নয়, চাই সাহসের স্বর,
সরি ছাড়াই এগিয়ে যাও পরপর,
এই পথেই পাবে তুমি ঠিকানা,
যেখানে নতুন সূচনা লিখবে সেরা গল্পখানা।