বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে আহত আবু তাহেরের উপর হামলায় ঘটনায় নিত্তানন্দ বিশ্বাস (৩৮) নামের এক জেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার রাত ৮টার দিকে নগরের মোগলাবাজার থানা এলাকার শিববাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিত্তানন্দ বিশ্বাস মোগলাবাজার থানার চিটা গোটাটিকর গ্রামের দিরেন্দ্র বিশ্বাসের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মশিউর রহমান সুহেল।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট গোলাপগঞ্জ এমসি একাডেমির সম্মুখ হতে ছাত্র জনতা কদমতলীস্থ ইসলাম প্লাজার সামনে গেলে এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় হেতিমগঞ্জ গঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু তাহের নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ওই যুবক সিলেট আদালতে একটি মামলা (মামলা নং ০৫/১৪৯) দায়ের করলে এই মামলার এজহারভুক্ত ৮নং আসামী নিত্তানন্দ বিশ্বাসকে আজ র্যাব গ্রেপ্তার করে।
এর আগে গত ১৬ অক্টোবর বুধবার রাতে একই মামলায় ১৬নং এজহারভুক্ত আসামী ফুলবাড়ি ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত হাবিব হোসেনের ছেলে মাহদী হোসেন আরিফ (৩৭) কে হেতিমগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি অভিযানিক দল।