Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-09-05T12:59:26Z
সিলেট

সিলেটে আসল র‌্যাবের হাতে ভূয়া র‌্যাব আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে র‍‍্যাব পরিচয়ধারী দুই প্রতারক ও চাঁদাবাজকে ধরেছে র‍‍্যাব-পুলিশ। বুধবার রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা থেকে এদের আটক করা হয়। আটকরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ দুই প্রতারক র‍‍্যাব পরিচয়ে অনেক দিন ধরে মানুষের সঙ্গে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। বুধবার সন্ধ্যায়ও মেজরটিলার স্থানীয় একজনের কাছে চাঁদা দাবি করে এবং তুলে নেওয়ার জন্য ৮-১০ লোক নিয়ে যায়। তবে এসময় ওই লোক ঘরে ছিলেন না বলে জানান তার স্ত্রী। তাদের সবার মুখে মাস্ক ছিলো। স্থানয়ীদের এসময় সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করেন। এসময় নাদিম ও সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন স্থানীয়রা। দুজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান। পরে র‍‍্যাব-৯ এর একটি টিম এসে এ দুজনকে আটক করে নিয়ে যায়। শাহপরাণ থানাপুলিশও ঘটনাস্থলে ছিলো। পরে রাতেই পুলিশের কাছে এই দুই প্রতারককে হস্তান্তর করে র‍‍্যাব।

ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, এ দুজনের বিরুদ্ধে র‍‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে।"
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ