Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-10-27T10:09:50Z
গোলাপগঞ্জ

তারেক রহমানের বিরুদ্ধে কলাম লেখায় গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে বিএনপির হামলা

বিজ্ঞাপন

নিজস্ব  প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কলামিস্ট ইব্রাহিম আহমদের বাড়িতে গতকাল (১৯ সেপ্টেম্বর) হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা আপ্তাব উদ্দিন।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম দেশের বিভিন্ন অনিয়ম নিয়ে দীর্ঘদিন থেকে লেখালেখি করে আসছেন। সম্প্রতি দেশের পট পরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপট নিয়ে সুপরিচিত অনলাইন পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনে ''ছাত্র-জনতার অভ্যুত্থান: বাংলাদেশের ভবিষ্যৎ'' এই শিরোনামে একটি কলাম লিখেন তিনি। এই লেখায় তিনি বিএনপির অতীত ও বর্তমানের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন।

এটি প্রকাশের পর স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নজরে আসে। তারা এই লেখার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সেক্রেটারি মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, প্রবাসী ইব্রাহিম অতীতেও আমাদের দলের বিরুদ্ধে লিখেছেন। সম্প্রতি লিখেছেন আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে, যা আমরা কোনভাবেই বরদাস্ত করব না। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন তিনি।

এদিকে গতকাল ১২-১৫ জনের একটা দল ইব্রাহিমের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ বাড়ীতে এসে হামলা চালায়, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার ব্যাপারে কঠিন হুমকি দিয়ে যায়। হামলাকারী সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বিএনপি-ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত হওয়া যায়।

পরিবার সূত্র জানিয়েছে, ইব্রাহিম আহমদ সিলেট মহানগর ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার পিতা জানান ইব্রাহিম দেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছেন। যার ফলে তার উপর বিভিন্ন সময় হামলা- মামলা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরিবর্তননের পরেও শুধুমাত্র সত্য লেখালেখির কারণে বাড়িতে হামলা ও হত্যার হুমকি বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করতে গেলে পুলিশ তাদের জিডি গ্রহন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

এ হামলার ঘটনায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা জমির উদ্দিন তীব্র নিন্দা জানান। তিনি বলেন জামায়াত-শিবির নেতা ইব্রাহিম আহমদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনে ইব্রাহিম আহমদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশী থাকায় অন্যান্য প্রার্থীরা তাকে নির্বাচন থেকে দূরে রাখতে তার পক্ষে মতবিনিময় সভায় বাধা, সমর্থকদের হুমকি দেওয়া সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তার বাড়ীতে হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ