Advertisement (Custom)

প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-09-13T15:18:57Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে জুমার খুৎবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে আজ জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মসজিদের ইমাম। এলাকাবাসীও ইমামকে রাজকীয় ভাবে বিদায় দেয়ার জন্য আয়োজন করেছিলেন সবকিছু। কিন্তু চির দিনের জন্য যে তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।

আজ (শুক্রবার) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ