Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-08-28T17:30:34Z
সিলেট

সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ১৬ কেজি স্বর্ণ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের চাকতি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটিদের সহযোগিতায় বার ও চাকতিগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার সকাল ৮টা ২১ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি- ২৫২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই বিমানে থাকা যাত্রী হোসাইন আহমদ গ্রিন চ্যানেল অতিক্রম করে কনকোর্স হল অতিক্রম করার সময় এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দরে কর্মরত এনএসআই জানায়, আটক যাত্রী ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছিলেন। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে এসব স্বর্ণের বার ও চাকতি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ