Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-08-22T17:57:21Z
সারাদেশ

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্তদের উদ্ধারের নম্বর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আইএসপিআরের এক বিবৃতিতে এ নম্বর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা জন্য ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০ কুলাউড়া, জুরি ও বড়লেখায় ০১৭৬৩৯০১৬৯৮ নম্বরে।

হবিগঞ্জে ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬৩৪ নম্বরে, ফেনীতে ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪, ০১৬১৪৪০৯৫৬৫, ০১৯১৯৭৭৪৮৪০ এবং টেলিফোনে ০২৩৩৭৭৩৪১১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ০১৭৬৯-২৪৪০১২ নম্বরে, সীতাকুন্ড-মীরসরাইয়ে ০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮ নম্বরে, ফটিকছড়িতে ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬ নম্বরে এবং খাগড়াছড়িতে ০১৭৬৯-৩০২৩৪২ এবং ০১৭৬৯-৩০২৩৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ