বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত রায়গড় গ্রামের সুরাই মিয়ার ছেলে হাসান আহমদ জয়ের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭আগস্ট) হাসান আহমদ জয়ের ভাই মনোয়ার মিয়া বাদী হয়ে হয়ে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে ৬৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলা নং ২৯৮/২৪।
মামলার এজহারে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ৬৩ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলা নিয়ে এখন পর্যন্ত ৪টি হত্যা মামলা থানায় রেকর্ড হয়েছে।
এ বিষয়ে মামলায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মুহাম্মাদ সুলায়মান আলী জি ভয়েস টোয়েন্টিফোর কে বলেন -
আদালত এজাহারের গুরুত্ব অনুধাবন করে এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমদ জয় সহ ৬জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশেত গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।