Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-08-02T16:23:17Z
সিলেট

সিলেটে গুলিবিদ্ধ শিশু মৃত্যুর বিষয়টি ‘গুজব’

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও গণমিছিল’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের ওই সংঘর্ষে শফিক আলী (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে শিশু শফিক মারা যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকালে আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে আহত হয় শফিক আলী। তার মাথা ও হাতের বাহুতে গুলি লাগে। পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, শফিক আলী মারা যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শিশুটির সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শফিক সিলেটের ছাতক উপজেলার ছনবাড়ি এলাকার আমির আলীর ছেলে ও শাবিপ্রবি পার্শ্ববর্তী বড়গুল এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু শফিক আলীর মৃত্যুর খবর প্রচার করেন অনেকে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ