বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগর পুলিশের থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬টি গুলি উদ্ধার হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এসব উদ্ধার করা হয় বলে সোমবার বিকালে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, “৫ অগাস্ট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়ে যায়। লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত বিভিন্ন ধরনের ৭৭টি অস্ত্র এবং ১২৬টি গুলি উদ্ধার করা হয়েছে।
“এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান ও গ্যাস গান রয়েছে।”
লুট হওয়া যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি সেগুলো নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন সাইফুল ইসলাম।
তবে ঘটনার দিন কী পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়েছে, সে হিসাব দিতে পারেননি মহানগর পুলিশের এই কর্মকর্তা।