বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে দিন-দুপুরে জনসমাগমপূর্ণ এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম শিহাব আহমদ (১৯)। তিনি একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। তিনি সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গোয়ালাবাজারে।
নিহত ব্যক্তির খালাতো ভাই সোহান আহমদ বলেন, তাঁর ভাই শিহাব আহমদ সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। প্রতিষ্ঠানের কাজেই তিনি গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাগজপত্র নিয়ে বন্দরবাজার লালদীঘির পাড় এলাকায় যাচ্ছিলেন। পথে বন্দরবাজার সিটি হার্ট মার্কেটের সামনে পৌঁছালে ছুরিকাহত হন।
সোহান আহমদ বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল বলে তাঁর জানা নেই। পাশাপাশি তাঁর ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁদের ধারণা, অফিসের ব্যাগ সঙ্গে থাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছিল। তবে নিহত শিহাবের কোনো কিছু খোয়া যায়নি।
পুলিশ জানায়, সিলেট নগরের বন্দরবাজার এলাকায় শিহাব আহমদ ছুরিকাহত হওয়ার পর পথচারীরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক কল্লোল গোস্বামী বলেন, নিহত ব্যক্তির ব্যাগ, মুঠোফোনসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। কী কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।