Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-28T07:07:11Z
গোলাপগঞ্জ

সরকারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা

বিজ্ঞাপন
সৈয়দ আব্দুল আজিজ মিলাদের বাড়িতে হামলা। ছবি : জি ভয়েস টোয়েন্টিফোর 

গোলাপগঞ্জ প্রতিনিধি : সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে গোলাপগঞ্জে সৈয়দ আব্দুল আজিজ মিলাদ নামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

তিনি উপজেলার পূর্ব ভাগ রাজপুর (পূর্ব ভাদেশ্বর) এর সৈয়দ আবু আজমলের ছেলে। তিনি বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, মিলাদ তার ফেসবুক আইডি থেকে চলমান আন্দোলনে শিক্ষার্থী ও দেশের মানুষের অধিকার নিয়ে বর্তমান সরকার তথা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা ধরনের লেখা শেয়ার করেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানান। তার এসব সরকার বিরোধী পোস্ট চোখে পড়ে দেশে থাকা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের। তারা এসব লেখার তীব্র প্রতিক্রিয়া জানান। 

এই লেখার পরিপ্রেক্ষিতে গত (১৭ জুলাই) সন্ধ্যায় তার দেশের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তার দেশে অবস্থান করা স্বজনেরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা সৈয়দ আবু আজমল। তিনি এই হামলার সাথে আওয়ামী ও তার অঙ্গসংগঠনকে দায়ী করছেন। তিনি সুষ্ঠু তদন্ত করে এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

তাছাড়া প্রবাসীর বাবা আরো জানান তার ছেলের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে জাতীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে গোলাপগঞ্জ থানায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ । পুলিশ তাদেরকে নিয়মিত হয়রানি করে যাচ্ছে। তাদের ছেলেকে গ্রেফতার করতে বারবার পুলিশ তাদের বাড়িতে হানা দিচ্ছে । তল্লাশির নামে হয়রানি করছে, নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তাই ছেলের নিরাপত্তার জন্য তারা এখন খুবই উদ্বিগ্ন । তারা নিজেরাও খুব নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে ভোক্তভুগীর বাবা আমাদের প্রতিনিধিকে বলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ