বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের ৪টি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩১৭ জন বিদেশি শিক্ষার্থী সিলেট ছেড়েছেন। গত কয়েকদিনে তামাবিল স্থলবন্দর হয়ে ভারতীয় ও নেপালি শিক্ষার্থীরা নিজ দেশে ফেরেন।
জানা যায়, সার্বিক পরিস্থিতি ও ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা যোগাযোগ না করতে পারায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। পরবর্তীতে ভারতীয় সহকারী হাইকমিশন সিলেট অফিসে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিজ দেশে পাঠানোর অনুরোধ করেন তারা।
ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি বলেন, সিলেটে পড়তে আসা ভারতীয় ও নেপালি শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ও নেপালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।