বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে ২১ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট মাদ্রাসা বাজারের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার ও ভারতীয় চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ট্রাক চালক মো: সুহবুল ইসলাম (৩৬) ও তার সহকারী একই জেলার শিবগঞ্জ থানার সুনা মসজিদ গ্রামের গাইলুর রহমানের ছেলে শামিম (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে কারফিউ চলাকালীন সময় একটি ট্রাককে (ঢাকা-মেট্রো-ট-১৬-৪০৪৭) লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্টের পাশের মাদ্রাসা বাজার এলাকায় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্হানীয়রা ট্রাকটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে ট্রাকটি আটকিয়ে তারা থানায় খবর দেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গাড়িতে ভারতীয় চিনি রয়েছে। এরপর থানা পুলিশ চিনি নিয়ে আসার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়িসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। গাড়িতে ৩৫৯ বস্তা ভারতীয় চিনি ছিলো। যার বাজার দর ২১ লাখ ৫৪ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, ট্রাকটি কানাইঘাট থেকে ভারতীয় চিনি নিয়ে ঢাকার মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।