বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেটের ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুলে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া সময় সংবাদকে জানান, সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৩ জন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
এর আগে রোববার একই সড়কের খাগাইলে দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছিলেন।