Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-07-01T12:18:59Z
সিলেট

সিলেটে তৃতীয় দফার বন্যার আশঙ্কা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। পানি বাড়ার এই ধারা অব্যাহত থাকায় সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানান তিনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা রোববার সন্ধ্যায় বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।

দীপক রঞ্জন বলেন, গত ৪৮ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটেও বৃষ্টি হচ্ছে; নদ-নদীগুলোর পানি বেড়েছে।

এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আবার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত জেলায় ৭ লাখ ৩৬ হাজার ৬ জন পানিবন্দি রয়েছেন। ২১৯টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন ১০ হাজার ৭১৩ জন। তবে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় আশ্রয়কেন্দ্রে লোকজন নেই।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ