Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-06-27T14:45:52Z
সিলেট

সিলেটসহ সাত বিভাগে তিন দিন ভারী বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : আগামী তিনদিন সিলেটসহ দেশের সাত বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহওয়াবিদ শাহ মো. সজিব জানান, বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ