বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে তীর শীলংয়ের ১৩ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ জুন) বিকেলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন - এর নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানের মিলন মিয়ার বাড়ির উঠানে তীর শীলংয়ের খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো: সাখাওয়াত হোসেন রনি (৩৯),আব্দুল জব্বার (৬২), স্বপন চন্দ্র (২০), জালাল (২৮), তৌফিক মিয়া (৪৫), মো: বাদশাহ মিয়া (৬৫), মইনুল হক (২৮), খোকন মিয়া (৫১), মো: ফিরোজ (৪৩), মো: সেলিম আহমদ (২৭), মো: আল আমীন (৩১), রাহাত আহমেদ (১৮), সোহাগ হোসেন মনা (১৮)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটে তীর শীলংয়ের এজেন্ট ও জুয়াড়িদের গ্রেফতারে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গ্রেফতারকৃত ১৩ জন জুয়াড়িকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।