Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-06-04T08:10:52Z
লিড নিউজসিলেট

সিলেটে টানা ৩ দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : দেশের দুই বিভাগে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবাণীতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, সক্রীয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

অপর এক সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ