Advertisement (Custom)

প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-06-30T14:55:19Z
কোম্পানীগঞ্জসিলেট

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আর দুইজন।

রোববার বিকাল ৪টার দিকে উপজেলার খাগাইল এলাকার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর জানান।

নিহতরা হলেন- নরসিংদী সদর থানার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার সাত বছর বয়সি ছেলে আব্দুল্লাহ।

স্থানীয়দের বরাতে ওসি দস্তগীর বলেন, দেলোয়ার হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে সকালে সিলেট শহর থেকে সাদাপাথর বেড়াতে যান। পরে বিকালে ভেলাগঞ্জ থেকে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে ওই এলাকায় বেপরোয়া গতির ট্রাকে সংঘর্ষ ঘটে।

“এ সময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশা চালক। গুরুতর আহত দেলোয়ার হোসেন ও অটোরিকশা চালককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। “

ওসি বলেন, লাশ দুইটি ময়নাতদন্তের হাসাপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ