বিজ্ঞাপন
সামিল হোসেন : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চলছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জাংগালহাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই একজন ভোট দিতে আসছেন, তাছাড়া কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের লাইন। পুলিশ ও আনসার সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন।
এ সময় পর্তুগাল প্রবাসী জুনায়েদ আহমদ নামের এক ভোটারে সাথে দেখা হয়। তিনি বলেন - বিদেশে বসে দেখি মৃত মানুষ কবর থেকে উটে নাকি ভোট দিচ্ছেন। তবে এবার দেশে থাকায় মরা-জিতা উটার আগে ভোট দিলাইছি। ভোট সুষ্ঠু হচ্ছে, তবে ভোটার কম।
আ'লীগ নেতা ও দুবাই প্রবাসী রুবেল আহমদ বলেন, আমি এবার ছুটিতে আসছি শুধু ভোট দেয়ার জন্য। কারণ প্রবাসে থাকায় ভোট দিতে পারি না।
জানা যায়, উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন দোয়াত কলম প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (যুক্তরাষ্ট্র প্রবাসী), অপর প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, ঘোড়া প্রতীকের শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (যুক্তরাষ্ট্র প্রবাসী) এবং ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা, আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জল।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ (তালা), প্রবাসী আকমল হোসেন (বই), আল ইসলাহ নেতা নাবেদ হোসেন (চশমা) ও লবিবুর রহমান লবিব (টিউবওয়েল)।ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সেলিনা আক্তার শিলা (ফুটবল), মো. নার্গিস আক্তার (কলস)।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। নির্বাচনে মোট ১০৩টি কেন্দ্রে পুলিশ প্রশাসনের ১০৩টি দল দায়িত্ব পালন করছেন। প্রতিটি দলে কমপক্ষে পাঁচজন সদস্য রয়েছেন। প্রতিটি কেন্দ্রে অন্তত ১০ থেকে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশ আনসারের সাথে র্যাব বিজিবিসহ অন্যান্য সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় ভাবে রয়েছেন।
এছাড়াও পুরো নির্বাচনী প্রক্রিয়া সামলাতে মোট ১২জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৫০৪ জন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ১১৮জন নারী এবং ১ লাখ ১ হাজার ৩৮ হাজার ৩৮৪ জন পুরুষ।
তারা মোট ১০৩টি কেন্দ্রে ৬৪৮টি কক্ষে ভোট দিয়ে নিজেদের কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ১০৩টি ভোট কেন্দ্রে মধ্যে ৬৩টি কেন্দ্র ঝু়কিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল বলেন, গোলাপগঞ্জ উপজেলাতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৩টি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিবিসহ পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি গোলাপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।