Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-05-15T11:22:42Z
গোলাপগঞ্জলিড নিউজ

টিকটকে পরিচয়-প্রেম, অতঃপর গোলাপগঞ্জের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: টিকটকে প্রথমে পরিচয়৷ পরিচয়ের এক পর্যায়ে প্রেম৷ অতঃপর গোলাপগঞ্জের এক কিশোরীকে (১৬) অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আলামিন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১৩ মে) ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা জেলার তিতাস থানার মাছিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে পৌর এলাকার ১৬ বছরের এক কিশোরীর সাথে পরিচয় হয় আসামি আলামিনের৷ এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে গত ২ মে ওই কিশোরীকে আলামিন অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শুধু তাই নয়, এরপর ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ অপহরণের ঘটনায় কিশোরীর পরিবার থেকে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত আলামিনকে গ্রেপ্তার করে৷ 

গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের আলামত ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ