বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ) থানার সাদিপুর এলাকার একটি দোকানের ৩য় তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, শাহ পরাণের সাদিপুর-১ এলাকার রঞ্জিত দাস (৫২), লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের মিঠু মিয়া (৪০), ছাতকের মো. বাচ্চু মিয়া (৪৫), শাহপরাণের আল বারাকা এলাকার আলাল আজমদ (৪৬), ব্রাহ্মণবাড়িয়া সদরের জাহাঙ্গীর (৫৪)। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।
পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহপরাণ (রহ.) থানায় নন এফআইআর প্রসিকিউশন দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ স্কর্টের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।