বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের পক্ষ থেকে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার চৌমুহনীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে পৌরসভা ও ইউনিয়ন প্রতিনিধির কাছে এ নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির চৌধুরী একলিমের সভাপতিত্বে ও মনিরুল হক পিনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের গোলাপগঞ্জ মিশিগান সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ বাদল ও সাংবাদিক ও নাট্যকার আব্দুল কাদির মুরাদ।
অনুষ্ঠান শেষে ফুলবাড়ি, ঢাকাদক্ষিন, গোলাপগঞ্জ সদর , বাঘা, আমুড়া, লক্ষীপাশা ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।