বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: ওয়াজিদা নামের ৯বছরের শিশুটির অভিভাবকদের সন্ধান খুঁজছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মেয়েটিকে স্থানীয়রা কাঁদতে দেখে। পরে স্থানীয় কাউন্সিলর মোঃ ফারুক আলীকে বিষয়টি অবগত করলে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে মেয়েটিকে হস্তান্তর করেন।
মেয়েটি তার মা বাবা বা কোন অভিভাবকের নাম ঠিকানা বলতে পারছেনা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, শিশুটিকে আমরা থানা হেফাজতে রেখেছি। কোন অভিভাবকের সন্ধান পেলে আমরা তার কাছে তাকে হস্তান্তর করবো। কেউ শিশুটিকে চিনতে পারলে গোলাপগঞ্জ মডেল থানায় অথবা কাউন্সিলর ফারুক আলীর সাথে যোগাযোগ করতে পারেন।