বিজ্ঞাপন
জাহিদ উদ্দিন: সারাদেশে চলমান তাপদাহের কারণে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শ্রেণিকক্ষে নেই বৈদ্যুতিক ফ্যান। শিক্ষার্থীরা এই গরমে ফ্যান ছাড়াই করছেন ক্লাস।
শিক্ষার্থীরা বার বার ফ্যানের আরজি জানালেও টনক নড়ছে না তাদের। এতে করে শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। হিট স্টোকের ঝুঁকিতে রয়েছে কলেজের শিক্ষার্থীরা।
কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, অফিস কক্ষে বৈদ্যুতিক ফ্যান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কলেজ প্রতিষ্ঠার তিন বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কলেজের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক ফ্যান লাগেনি। বার বার শিক্ষার্থীরা আবেদন নিবেদন করলেও কলেজ কর্তৃপক্ষ কোন সাড়া দিচ্ছেন না।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সজল কুমার পাল জানান, কলেজের কাজ যে কন্ট্রাক্টর কলেজের কাজ করেছেন তাকে আমরা অনুরোধ জানিয়েছি ফ্যান লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু সে লাগিয়ে দিচ্ছে না। বিষয়টি আমি কয়েকবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকেও জানিয়েছি। কোন ফল পাইনি। শেষ পর্যন্ত কয়েকটা ফ্যান নিজ উদ্যোগে আমরা কিনে এনেছি দু একদিনের মধ্যে লাগবে।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমায় কেউ আগে জানায়নি। আমি খোঁজ নিচ্ছি।