Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-05-13T18:42:50Z
বিয়ানীবাজারলিড নিউজ

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন : কে কোন প্রতিক পেলেন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে।

সোমবার (১৩ মে) বেলা ১২টায় সিলেট জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষ জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিন তিনটি পদে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল বারী- দোয়াত কলম, আবুল কাশেম পল্লব- হেলিকপ্টার, জামাল হোসেন- আনারস, আতাউর রহমান খান- টেলিফোন, মোহাম্মদ জাকির হোসেন- কৈ মাছ, জহির উদ্দিন- ঘোড়া, গৌছ উদ্দিন- শালিক পাখি, জাকির হোসেন সুমন- কাপ পিরিচ, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল- মোটরসাইকেল।

ভাইস চেয়ারম্যান পদে আফজাল হোসেন পলাশ- তালা, সুহেল আহমদ রাশেদ- চশমা, সাইদুল ইসলাম- মাইক, খালেদুর রহমান- উড়োজাহাজ,জসিম উদ্দিন- টিউবওয়েল, জামাল আহমদ- টিয়া পাখি,আব্দুল আল মামুন খান- বই প্রতিক পেয়েছেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার- হাস, জানাহারা বেগম- কলস, জেসমিন নাহার- ফুটবল, রোমানা আক্তার- বৈদ্যুতিক পাখা প্রতিক পেয়েছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ