বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, কলা মিয়া, আব্দুল মুকিত, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, চন্দ্রপুর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নাছির উদ্দিন, জয়নাল আহমদ, নুরুজ্জামান কাওছার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুলন আহমদ। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ভুয়সী প্রশংসা করে বলেন, এই প্রবাসী সংগঠনটি বুধবারীবাজার ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করছে। ইতিমধ্যে এই সংগঠনটি এই ইউনিয়নে ৩টি অসহায় পরিবারকে মাথা গোজার ঠাই ৩টি ঘর তৈরী করে দিয়েছে। আজ আরেকটি ঘর তৈরী করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বন্যা করোনাকালীন সময়েও তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে।