Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-05-01T15:11:54Z
হবিগঞ্জ

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যার ২১ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জে ব্যবসায়ী হারুন হত্যাকাণ্ডের ২১ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের জামাল মিয়া, মিলন মিয়া, ফজল মিয়া, কুতুব আলী, রফিক মিয়া, জাকির হোসেন, আব্বাছ উদ্দিন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের সায়েদ আলী, মিজাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, কালাম মিয়া, জিয়াউর রহমান,আয়াত আলী, ইছাক আলী জজ মিয়া, ইব্রাহিম মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৩ সালের ১৪ ফেব্রয়ারী আসামীরা একই গ্রামের হারুন আহমেদকে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে পিটিয়ে হত্যা করে।

নিহতের ভাই সুমন আহমেদ বাদী হয়ে পরদিন হবিগঞ্জ সদর থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ একই বছর তদন্ত করে ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

এ মামলার অপর ২২ আসামী জনকে খালাস দেয়া হয়েছে। বিচার চলাকালীন সময়ে ৮জন মৃত্যুবরণ করায় তাদের বিরুদ্ধে কোন রায় দেয়া হয়নি।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ