বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে মসজিদের তালাবদ্ধ কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যথাসময়ে আজান না হওয়ায় মুসল্লিরা মুয়াজ্জিনের কক্ষে গিয়ে দেখেন ভেতর থেকে তালাবদ্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া মিলছে না। বিষয়টি জানালে পুলিশ এসে তালা ভাঙে এবং মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পাশে একটি চিরকুটও পাওয়া যায়; তাতে লেখা- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
মুয়াজ্জিনের নাম মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে।
তিনি শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান হয়নি। ফলে মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, কী কারণে এ ঘটনা তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুটটি কার লেখা সেটাও দেখা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।