Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-04-30T07:37:54Z
লিড নিউজসিলেট

সিলেটে ভবন থেকে পড়ে সিসিক কর্মকর্তার মৃত্যু

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরীর তালতলা ভিআইপি রোডে সুরমা টাওয়ার নামে একটি ভবন থেকে পড়ে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত বুরহানের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। তিনি সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বুরহানের সঙ্গে এক তরুণী ছিলেন। ভবন থেকে তিনি পড়ার পরপরই ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ