বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, হিংসা-বিদ্বেশ, হানাহানি ও আত্ব অহংবোধ ভুলে গিয়ে নৈতিকতা ও চরিত্র সংশোধন করে সুখী সুন্দর পরিবার ও সুস্থ সমাজ গঠনের মাসই হলো মাহে রমজান। রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করলে অরাজকতা, অন্যায়-অনাচার ও দূর্নীতিমুক্ত হয়ে আদর্শ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
বদরুল ইসলাম শোয়েব সোমবার পবিত্র মাহে রমজান মাসে সিলেট নগরীসহ গোলাপগঞ্জের বিভিন্ন অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিভিন্ন প্রকারের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিভিন্ন সময়ে উক্ত অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে রমজান মাস দারিদ্র্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় উল্লেখ করে তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে অসহায় দারিদ্র্যরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।