বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডার পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলায় সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ আলিম উদ্দিন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহিনের সভাপতিত্ব্ ও ফুলবাড়ী দ্বার আল সা’দ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আব্দুল আলী বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদের সেক্রেটারী মাসুম আহমদ, ফুলবাড়ী দ্বার আল সা’দ ফাউন্ডেশনের সেক্রেটারী আশিক উদ্দিন কেরামত, ব্যাংকার শাহেদ আহমদ, সায়েম আহমদ, কানাডা প্রবাসী জাওহার আহমদ জামিল, বিশিষ্ট মুরব্বী হেলাল আহমদ প্রমুখ।
এসময় গোলাপগঞ্জ পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে টিন ক্রয় করে বিতরণের জন্য নির্ধারিত প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেন অতিথিবৃন্দ।