বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌর অডিটোরিয়ামে পৌরসভার উদ্যোগে এ নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর এম ফজলুল আলম, নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ জহির উদ্দিন, কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী, রুহিন আহমদ খান, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে নগদ ৩ হাজার টাকা ও ১৬০ জনকে অসহায়কে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।