বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সদর ইউনিয়নের গীর্দ্দ মঞ্জুরাবাদ এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ব্যক্তিগত পক্ষ থেকে এ ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, গোলাপগঞ্জ উপজেলার ৯০ ভাগ এলাকার মানুষ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের টিনের চাল রয়েছে সবার চাল ফুটো হয়ে গেছে। আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার। এই দুর্যোগ মোকাবেলা একার পক্ষে সম্ভব নয়। তিনি প্রবাসী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুজিবুর রহমান মল্লিক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লু, সাইকুজ্জামান চৌধুরী শিমু, নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।