বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ১০ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২জন মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জবেদ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, আকমল হোসেন, নাবেদ হোসেন, লবিবুর রহমান লবিব।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জমা দিলেন সেলিনা আক্তার শিলা, মোঃ নার্গিস আক্তার।
তফসিল অনুযায়ী, যাছাই বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।