Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-04-05T15:53:01Z
সিলেট

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তাদের আটকের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় এসএমপি এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিস্থ জালালী ২১/১ এর পার্শ্ববর্তী ভূতের বাড়ি নামক পরিত্যক্ত বিল্ডিংয়ের ফাঁকা কক্ষে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হরিনাকুন্ড থানার মো. নুরুল ইসলামের পুত্র মো. আব্দুর রশিদ (৩২), এয়ারপোর্ট থানার শফিক মিয়ার পুত্র মো. শিপন মিয়া (৫৪), সুনামগঞ্জ সদর থানার সমাই উল্ল্যাহর পুত্র জসিম উদ্দিন (৫৫), জালালাবাদ, থানার আবুল হোসেনের পুত্র মো. আনোয়ার হোসেন (৪০), দিরাই থানার আব্দুল মনাফের পুত্র মো. রুবেল হোসেন (৩৪) এবং লাখাই থানার সেনু মিয়ার পুত্র মো. সালেক মিয়া (৪০)।

আটককৃতদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ