Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-04-27T11:05:22Z
সিলেট

সিলেটে রিক্সাচালকের আকস্মিক মৃত্যু

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এক রিক্সাচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত রিক্সাচালক আবুল হাশেম (৫০) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য আজাদ জানান, হঠাৎ অসুস্থতা বোধ করায় চলন্ত রিক্সা থেকে পড়ে যান রিক্সাচালক।

পরে কর্তব্যরত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী পুলিশ বক্সের সামনে নেয়া হয়। প্রাথমিক শুশ্রুষা দেয়ার সময়ই মারা যান তিনি। তাৎক্ষনিকভাবে ‘হিটস্ট্রোক’ হিসেবে ধারণা করা হলেও তা নিশ্চিত করা যায়নি।

মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ